আবারও ভারতের পশ্চিমবঙ্গে গণধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছে ১৬ বছরের নাবালিকা মাম্পি সিংহ নামের এই হিন্দু মেয়েকে…!!! এই ঘটনায় জড়িত মোঃ নাসিরুদ্দিন নামের এক যুবক। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে এই বর্বরোচিত ও নৃশংস ঘটনাটি ঘটেছে। এই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গে তোলপাড় চলছে। আনন্দবাজার সহ সব পত্রিকায় এই ঘটনা হেডলাইন হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার(১৮-০৭-২০২০) রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাম্পি সিংহ,বয়স ১৬ বছর ,সোনাপুর গ্রাম পঞ্চায়েতের এই ছাত্রীকে ধর্ষণ করে মোঃ নাসুরুদ্দিন। সকালে স্থানীয় জনতা মুমূর্ষ অবস্থায় ইসলামপুর হাসপাতালে ভর্তি করে এবং ছাত্রীটি হাসপাতালে বসে মারা যায়। প্রমাণ স্বরুপ মেয়েটির কাছে ঐ ছেলেটির মোবাইল আছে , ঘটনাস্থলে একটি সাইকেলও পাওয়া যায়।