Header Border

কুমিল্লা, রবিবার, ১৭ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল) ১৮°সে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি)

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ডা. খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক জিডি ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে সমালোচনার মুখে থাকা আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর মাস্ক ও পিপিই নিয়ে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবেদন আসতে থাকে গণমাধ্যমে। এর মধ্যেই দেশজুড়ে আলোচনায় আসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের মতো প্রতিষ্ঠানের করোনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট প্রদানের বিষয়টি।

একপর্যায়ে অনুমোদনহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজি ডা. আবুল কালাম আজাদকে শোকজও করা হয়। এর জের ধরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই নতুন ডিজি হিসেবে ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগের বিষয়টি জানাল মন্ত্রণালয়।

এর মধ্যে আজকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল ইসলামকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ওএসডি করা হয়েছে।

হাসপাতাল শাখার নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল বিভাগের উপপরিচালক ডা. ফরিদ হোসেন মিয়াকে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবকেও সরিয়ে দেওয়া হয়েছিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফের আসতে পারে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম’ সহজ কিস্তিতে
জনগণের কল্যাণে কাজ করে যাওয়ায় অঙ্গীকারাবদ্ধ আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে ১১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল
সেনাবাহিনীর করোনায় আক্রান্ত ২০৫৭ জন, মারা গেছেন ১৭
প্রাথমিক বিদ্যালয় না খোলার সিদ্ধান্ত আসছে
আইসিইউতে আছেন নাসিম

এখানে বিজ্ঞাপন দিন

আরও খবর

এখানে বিজ্ঞাপন দিন

এখানে বিজ্ঞাপন দিন