বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্তদের মধ্যে এখনো পর্যন্ত দুই হাজার ৫৭ জন আক্রান্ত হয়েছেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু সেনাবাহিনীর সাবেক বর্তমান সদস্যরা নন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে। এদিকে সেনাবাহিনীর ১৮৮ জনের পরিবারের সদস্যও হয়েছেন আক্রান্ত। সব মিলিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৭৮৮ জন।
তবে একক বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন। এখনো পর্যন্ত সারা দেশে পুলিশের মোট ছয় হাজার ২০৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।